আপনারা যারা অলংকার তৈরি করার জন্য রুপা কিনতে চাচ্ছেন কিন্তু রুপার দাম জানেন না? তাদেন উদ্দেশ্যে আজ বাজুস থেকে নির্ধারিত রুপার ভরি কত বা ১ ভরি রুপার দাম কত টাকা আজকে বাংলাদেশে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আমরা সোনার পাশাপাশি রুপা দিয়ে নানা ধরনের অলংকার তৈরি করি। রুপা দিয়ে অলংকার তৈরি করার আগে আপনাকে অবশ্যই বর্তমানে বিভিন্ন ক্যারেট রুপার ভরি কত টাকা সেটা জানতে হবে।
আন্তর্জাতিক বাজারে সোনা এবং রুপার মান অনুযায়ী গ্রামে ক্রয় বিক্রয় করা হলেও আমাদের বাংলাদেশে আনা, রতি এবং ভরি হিসাবে ক্রয় বিক্রয় করা হয়। নিচে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর নির্ধারিত মুল্য তালিকা উল্লেখ করা হয়েছে।
রুপার ভরি কত ২০২৪ | Rupar vori koto
আজকে রুপার দাম বাংলাদেশে ২২ ক্যারেট রুপার ভরি ২১,০০ টাকা। ২১ ক্যারেট রুপার ভরি ২,০০৬ টাকা। ১৮ ক্যারেট রুপার ভরি ১,৭১৫ টাকা। সনাতন পদ্ধতিতে রুপার ভরি ১,২৮৩ টাকা।
বাজুস এর নির্ধারিত দাম অনুযায়ী আজকে ২২ ক্যারেট ১ গ্রাম রুপার দাম ১৮০ টাকা, ২১ ক্যারেট ১ গ্রাম রুপার দাম ১৭২ টাকা, ১৮ ক্যারেট ১ গ্রাম রুপার দাম ১৪৭ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ গ্রাম রুপার দাম ১১০ টাকা।
উপরে উল্লেখ করা রুপা গুলো হলমার্ক যুক্ত রুপা। হলমার্ক যুক্ত রুপা ছাড়া সাধারণ রুপার দাম তুলনামূলক ভাবে একটু কম হয়।
১ ভরি রুপার দাম কত বাংলাদেশে
২২ ক্যারেট ১ ভরি রুপার দাম ২,১০০ টাকা। ২১ ক্যারেট ১ ভরি রুপার দাম ২,০০৬ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি রুপার দাম ১,৭১৫ টাকা। সনাতন পদ্ধতিতে ১ ভরি রুপার দাম ১,২৮৩ টাকা।
২ ভরি রুপার দাম কত টাকা
২২ ক্যারেট ২ ভরি রুপার দাম ৪,২০০ টাকা। ২১ ক্যারেট ২ ভরি রুপার দাম ৪,০১২ টাকা। ১৮ ক্যারেট ২ ভরি রুপার দাম ৩,৪৩০ টাকা। সনাতন পদ্ধতি ২ ভরি রুপার ২,৫৬৬ টাকা।
১ আনা রুপার দাম টাকা
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেট ১ আনা সোনার দাম ১৩১.২৫ টাকা। ২১ ক্যারেট ১ আনা রুপার দাম ১২৫.৭৫ টাকা। ১৮ ক্যারেট ১ আনা রুপার দাম ১০৭.৭৫ টাকা। পুরাতন পদ্ধতিতে ১ আনার রুপার দাম ৮০.৭৫ টাকা।
উপরে উল্লেখ করা রুপা গুলো হলমার্ক যুক্ত রুপা। এছাড়া সাধারন রুপার দাম বাজারে হলমার্ক যুক্ত রুপার দামের থেকে একটু কম হবে। উপরে উল্লেখ করা দাম অনুযায়ী আপনারা বাজার থেকে রুপা ক্রয় করতে পারবেন।
১ তোলা রুপার দাম কত ২০২৪
১ তোলা রুপা সমান ১১.৬৬ গ্রাম প্রায়। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেট ১ তোলা রুপার দাম ১৮০ টাকা। ২১ ক্যারেট ১ তোলা রুপার দাম ১৭২ টাকা। ১৮ ক্যারেট ১ তোলা রুপার দাম ১৪৭ টাকা। পুরাতন পদ্ধতিতে এক তোলা রুপার দাম ১১০ টাকা।
রুপা কত টাকা ভরি বাংলাদেশে ২০২৪
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন এর নির্ধারিত মূল্য অনুযায়ী আজকে রুপার দাম নিচে উল্লেখ করা হয়েছে।
রুপার ক্যারেট | আজকের দাম |
২২ ক্যারেট রুপার ভরি | ২,১০০ টাকা |
২১ ক্যারেট রুপার ভরি | ২,০০৬ টাকা |
১৮ ক্যারেট রুপার ভরি | ১,৭১৫ টাকা |
সনাতন / পুরাতন রুপার ভরি | ১,২৮৩ টাকা |
উপরে উল্লেখ করা বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) নির্ধারিত রুপার দাম অনুযায়ী আপনারা বাংলাদেশ থেকে রুপা কিনতে পারেন। এখানে গ্রাম, আনা, তোলা, ভরি হিসাবে রুপার দাম দেওয়া হয়েছে।
FAQ
রুপার ভরির মূল্য কত?
২২ ক্যারেট রুপার প্রতি ভরির মূল্য ২,১০০ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরির মূল্য ২,০০৬ টাকা। ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির মূল্য ১,৭১৫ টাকা এবং পুরাতন রুপার প্রতি ভরির মূল্য ১,২৮৩ টাকা।
এক (1) ভরি রুপার দাম কত টাকা
২২ ক্যারেট এক ভরি রুপার দাম ২,১০০ টাকা। ২১ ক্যারেট 1 ভরি রুপার দাম ২,০০৬ টাকা। ১৮ ক্যারেট এক ভরি রুপার দাম ১,৭১৫ টাকা। পুরাতন এক ভরি রুপার দাম ১,২৮৩ টাকা।