আপনাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন লিথুনিয়া কি সেনজেন ভুক্ত দেশ? বর্তমানে ইউরোপের সেনজেন ভুক্ত ২৭ টি দেশ রয়েছে। অনেকে জানতে চাচ্ছেন লিথুনিয়া কি সেনজেন কান্ট্রি।
লিথুনিয়া উত্তর ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র। এটা বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত বলে অনেকে লিথুনিয়াকে বাল্টিক রাষ্ট্র বলে থাকে। ভিলনিয়াস দেশটির রাজধানীর এবং বৃহত্তর শহর।
লিথুনিয়া এক সময় বৃহত্তর একটি দেশ ছিলো কিন্ত ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়ন এটাকে দখল করে নেই। ১৯৯১ সালে সোভিয়েতদের পতনের পর আবার লিথুনিয়া স্বাধীনতা লাভ করে।
আজকের আর্টকেলে আমরা জানবো লিথুনিয়া কি সেনজেন ভুক্ত কান্ট্রি কিনা। সেনজেন ভুক্ত ২৭ টি দেশের মধ্যে লিথুনিয়া রয়েছে কিনা।
লিথুনিয়া কি সেনজেন ভুক্ত দেশ
হ্যাঁ। লিথুনিয়া ইউরোপের সেনজেন ভুক্ত একটি দেশ। ২০২৩ সালের ১৬ এপ্রিল লিথুনিয়া সেনজেন চুক্তিতে স্বাক্ষর করেন। বর্তমানে ইউরোপের ২৭ টি সেনজেন ভুক্ত দেশ রয়েছে। এই ২৭ টি দেশের মধ্যে লিথুনিয়া একটি দেশ।
সেনজেন ভুক্ত দেশ গুলোর নাগরিকগণ খুব সহজে সেনজেন এক দেশ থেকে অন্য দেশে কোনো ধরনের চেকিং ছাড়াই প্রবেশ করতে পারে। আপনি ৯০ দিনের জন্য সেনজেন ভুক্ত দেশ ভ্রমন করতে পারবেন।
লিথুনিয়া কবে সেনজেন ভুক্ত হয়েছে
লিথুনিয়া ২০২৩ সালের ১৬ এপ্রিল সেনজেন হয়েছে।