মেটলাইফ পলিসি চেক | Metlife policy check

আপরারা যারা মেটলাইফ ইন্সুইরেন্স বাংলাদেশ কোম্পানিতে নিজেদের পলিসি খুলছেন, তারা খুব সহজে মেটলাইফ পলিসি চেক করার পাশাপাশি প্রিমিয়াম সার্টিফিকেট এবং ইন্সুইরেন্স সার্টিফিকেট বের করতে পারবেন।

মেটলাইফ গ্রাহকগণ তাদের সুবিধামত যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে তাদের পলিসি যাচাই করতে পারবেন। যেকোনো ডিভাইসে ইন্টারনেট সংযোগ দিয়ে মেটলাইফ পলিসি স্ট্যাটাস চেক করতে পারবেন।

মেটলাইফ পলিসি চেক | Metlife policy check

মেটলাইফ পলিসি স্ট্যাটাস চেক করার জন্য মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে মেটলাইফ ইন্সুইরেন্স কোম্পানি এর এই লিংকে https://eclaims.metlife.com.bd/public/my-policy/#/ যান।

এরপর আপনার মেটলাইফ পলিসি নম্বর এবং জন্ম তারিখ লিখে ভেরিফাই অপশনে ক্লিক করলে মোবাইলে OTP কোড পেয়ে যাবেন। উক্ত OTP কোড লিখে সাবমিট অপশনে ক্লিক করলে মেটলাইফ পলিসি যাচাই করতে পারবেন।

চলুন নিচের ধাপ গুলো অনুসারণ করে কিভাবে  Metlife policy check করবেন জেনে আসি।

#ধাপ১: মেটলাইফ ইন্সুইরেন্স ওয়েবসাইটে প্রবেশ করুন

মেটলাইফ ইন্সুইরেন্স পলিসি চেক করার জন্য Metlife insurance bangladesh ওয়েবসাইটে প্রবেশ করে নিচে থেকে My policy অপশনে ক্লিক করুন। সরাসরি ভিজিট করতে এই লিংকে https://eclaims.metlife.com.bd/public/my-policy/#/ যান।

#ধাপ২: মেটলাইফ পলিসি লগইন করুন

এখানে আপনার মেটলাইফ পলিসি নম্বর এবং জন্ম তারিখ লিখে Verify অপশনে ক্লিক করলে মোবাইল নম্বরে OTP কোড পাবেন। উক্ত OTP কোড লিখে Submit অপশনে ক্লিক করলে পলিসি স্ট্যাটাস চেক করতে পারবেন।

মনে রাখবেন, মেটলাইফ ইন্সুইরেন্স পলিসি খোলার সময় যে মোবাইল নম্বর যুক্ত করেছিলেন উক্ত মোবাইল নম্বরে OTP কোড যাবে।

#ধাপ৩: পলিসি স্ট্যাটাস যাচাই করুন

এখানে আপনার মেটলাইফ ইন্সুইরেন্স পলিসি স্ট্যাটাস বিস্তারিত তথ্য দেখতে পাবেন। মেটলাইফ ইন্সুইরেন্স প্রিমিয়াম সার্টিফিকেট এবং ইন্সুইরেন্স সার্টিফিকেট বের করার জন্য উপরে বামপাশে মেন্যু অপশনে ক্লিক করুন।

Metlife 360 Health অ্যাপের মাধ্যমে পলিসি চেক

মেটলাইফ ইন্সুইরেন্স কোম্পানি তাদের গ্রাহকদের সুবিধার জন্য Metlife 360 Health অ্যাপ চালু করেছে। Google play store থেকে অ্যাপটি ইন্সটল করে পলিসি নম্বর এবং জন্ম তারিখ লিখে লগইন করে মেটলাইফ পলিসি যাচাই করতে পারবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম মেটলাইফ পলিসি চেক করার নিয়ম সহ প্রিমিয়াম সার্টিফিকেট ও ইন্সুইরেন্স সার্টিফিকেট বের করার নিয়ম। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন।

FAQs (প্রশ্ন উত্তর)

কিভাবে মেটলাইফ পলিসি স্ট্যাটাস চেক করবো?

মেটলাইফ ইন্সুইরেন্স পলিসি স্ট্যাটাস চেক করার জন্য এই লিংক https://eclaims.metlife.com.bd/public/my-policy/#/ ভিজিট করুন। এরপর আপনার পলিসি নম্বর এবং জন্ম তারিখ লিখে লগইন করলে পলিসি স্ট্যাটাস চেক করতে পারবেন।

3 thoughts on “মেটলাইফ পলিসি চেক | Metlife policy check”

  1. আসসালামু আলাইকুম ভাই আমি পরিবারের আর্তিক সমস্বার কারনে আমি লেখা পড়া করতে পারিনা তাই আমাকে কিছু সাহায্যে করতে পারলে ভালো হতো আমার বিকাশ নাম্বার 01577116937

    Reply

Leave a Comment