আপনারা যারা অ্যাপস এর মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করতে চাচ্ছেন, তারা জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এর মাধ্যমে মাত্র ২ মিনিটে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন হয়েছে কিনা বা জন্ম নিবন্ধন তথ্য সঠিক আছে কিনা জানার জন্য জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজন। বর্তমানে হাতে লেখা জন্ম নিবন্ধন কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না।
বর্তমানে সরকারি বেসরকারি যেকোনো কাজে জন্ম নিবন্ধন অনলাইন কপির প্রয়োজন হয়। তাই আজই আপনার বা আপনার সন্তানের জন্ম নিবন্ধন অনলাইন করুন।
জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা apps এর মাধ্যমে খুব সহজে অনলাইনে চেক করতে পারবেন। চলুন অ্যাপস এর মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম জেনে আসি।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এর মাধ্যমে মাত্র ২ মিনিটে
মোবাইলে অ্যাপস এর মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য Play Store গিয়ে Jonmo Nibondhon Check Online লিখে সার্চ করুন। এরপর অ্যাপটি মোবাইলে ইনস্টল করে ওপেন করুন।
এরপর আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ লিখে নিচের সংখ্যা ক্যাপচা পূরণ করুন। শেষে Search অপশনে ক্লিক করলে জন্ম নিবন্ধন যাচাই করে দেখতে পারবেন।
অনলাইনে নিবন্ধিত ব্যাক্তির নাম, জন্মস্থান, মাতার নাম, পিতার নাম সহ আরো বিভিন্ন তথ্য দেখতে পাবেন।
আর যদি জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকে তাহলে সার্চ অপশনে ক্লিক করার পর No Record Found লেখা দেখতে পাবেন। এর অর্থ আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা হয়নি।
FAQs (প্রশ্ন উত্তর)
জন্ম নিবন্ধন যাচাই করার Apps কোনটি?
জন্ম নিবন্ধন যাচাই করার apps হলো Jonmo Nibondhon Check Online নামে এই অ্যাপটি। Play Store এ আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। যদিও অ্যাপটি অফিসিয়াল অ্যাপ না। সরকারি ওয়েবসাইট কে অ্যাপে কনভার্ট করে তৈরি করা হয়েছে।
কি কারণে No Record Found লেখা আছে?
অনলাইনে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সার্চ করার পরে যদি No Record Found লেখা আছে তাহলে বুঝতে হবে জন্ম নিবন্ধন সদন অনলাইনে নেই।
শেষ কথা
আজকে আমরা জানলাম জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এর মাধ্যমে মাত্র ২ মিনিটে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন।