জন্ম নিবন্ধন ফি ২০২৪ | জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে

আপনি কি আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন তাহলে আপনার অবশ্যই জানা উচিত সরকারিভাবে জন্ম নিবন্ধন ফি কত টাকা বা জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে।

আপরানা যারা নতুন জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন তাদের সরকারি নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। জন্ম নিবন্ধন সরকারি ফি কত টাকা না জানলে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে পারে।

তাই আজকের আর্টিকেলে আমরা জানবো নতুন জন্ম নিবন্ধন সরকারি ফি ও সংশোধন ফি কত টাকা এবং অনলাইনে জন্ম নিবন্ধন ফি পেমেন্ট করা যাবে কিনা।

জন্ম নিবন্ধন ফি ২০২৪

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন – ২০০৪ এবং সর্বশেষ জন্ম নিবন্ধন গেজেট অনুযায়ী শিশু জন্ম গ্রহনের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন বিনামূল্যে করা যাবে। শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর বয়স পর্যন্ত নতুন জন্ম নিবন্ধন করতে ২৫ টাকা এবং শিশুর বয়স ৫ বছরের বেশি হলে ৫০ টাকা ফি দিতে হবে।

শিশুর নতুন জন্ম নিবন্ধন বা জন্ম নিবন্ধন সংশোধন করার সরকারি নির্ধারিত ফি এর বাহিরে অতিরিক্ত কোনো টাকা প্রদান করবেন না। তাই নতুন জন্ম নিবন্ধন সরকারি ফি এবং সংশোধন ফি সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত।

শিশুর বয়সের উপর ভিত্তি করে জন্ম নিবন্ধন সরকারি ফি নির্ধারিত করা হয়েছে। চলুন নিচে থেকে জেনে আসি সরকারিভাবে জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে বা সরকারি ফি কত টাকা।

  • ৪৫ দিনের কম বয়সী শিশুর জন্ম নিবন্ধন ফ্রী (বিনামূল্যে)।
  • ৪৫ দিন থেকে ৫ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা।
  • ৫ বছরের বেশি হলে ৫০ টাকা।

শিশুর বয়স অনুযায়ী জন্ম নিবন্ধন সরকারি নির্ধারিত ফি এর তালিকা নিচে উল্লেখ করা হয়েছে।

বয়সজন্ম নিবন্ধন সরকারি ফি
জন্মের ৪৫ দিন পর্যন্তবিনামূল্যে
৪৫ দিন থেকে ৫ বছর বয়স পর্যন্ত২৫ টাকা
৫ বছরের বেশি হলে৫০ টাকা

বাংলাদেশের বাহিরে জন্ম নিবন্ধন ফি

বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন করতে হলে বিদেশি মুদ্রায় ফি পরিশোধ করতে হবে।

বয়সফি
জন্মের ৪৫ দিন পর্যন্তবিনামূল্যে
৪৫ দিন থেকে ৫ বছর বয়স পর্যন্ত১ ডলার
৫ বছরের বেশি হলে১ ডলার

বাংলাদেশের বাহিরে জন্ম নিবন্ধন সংশোধন ফি

বাংলাদেশের বাহিরে বা বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন সংশোধন করার ফি নিচে উল্লেখ করা হয়েছে।

জন্ম নিবন্ধন সংশোধনফি
জন্ম নিবন্ধন সংশোধন২ ডলার
বাংলা ও ইংরেজিে জন্ম নিবন্ধন সনদ১ ডলার
নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন১ ডলার
তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজি জন্ম নিবন্ধন সনদবিনামূল্যে

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

জন্ম নিবন্ধন সংশোধন ফি নির্ধারিত ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে জন্ম তারিখ সংশোধন এবং দ্বিতীয় ক্যাটাগরিতে নাম, ঠিকানা ও পিতা-মাতার নাম সংশোধন সহ অন্যান্য তথ্য পরিবর্তন।

  • জন্ম তারিখ সংশোধন ফি ১০০ টাকা।
  • নাম, ঠিকানা, পিতা-মাতার নাম সংশোধন ফি ৫০ টাকা।

জন্ম নিবন্ধন ফি পেমেন্ট করার নিয়ম

বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন ফি পেমেন্ট বা প্রদান করার সার্ভার বন্ধ রয়েছে। চালু হলে জন্ম নিবন্ধনের ফি ই-পেমেন্ট করার জন্য এই https://eservices.bdris.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করে “ই-পেমেন্ট” অপশনে ক্লিক করুন।

এরপর আবেদনকারীর আইডি ও জন্ম তারিখ দিয়ে ক্যাপচা কোড পূরণ করে সার্চ করুন। আবেদনকারীর তথ্য যাচাই করে অটোমেটিক চালান সিস্টেমে যান। এরপর পেমেন্ট সিস্টেম সিলেক্ট করে জন্ম নিবন্ধন ফি প্রদান করুন।

ই-পেমেন্ট সম্পন্ন করে চালান ফরম প্রিন্ট করে পরবর্তীতে জন্ম নিবন্ধকের কার্যালয়ে জমা দিন।

জন্ম নিবন্ধন ডিজিটাল করার ফি

বর্তমানে হাতে লেখা ১৩ সংখ্যার জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য নয়। তাই আপনাকে জন্ম নিবন্ধন ডিজিটাল করতে হবে। জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য অনলাইনে আবেদন করতে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না।

পরবর্তীতে আবেদন অনুমোদন হলে কাঙ্ক্ষিত নিবন্ধন কার্যালয় থেকে জন্ম নিবন্ধন সংগ্রহের সময় ৫০ টাকা ফি প্রদান করতে হয়।

নোট: সরকারি কর বা খাজনা প্রদান না করলে জন্ম নিবন্ধন সংগ্রহ করার সময় বাধ্যতামূলক তা পরিশোধ করতে হবে।

2 thoughts on “জন্ম নিবন্ধন ফি ২০২৪ | জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে”

Leave a Comment