পাসপোর্ট

পাসপোর্ট ফি ২০২৪ | Passport fee

আপনারা যারা নতুন পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন অথবা পাসপোর্ট রিইস্যু করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানেন না পাসপোর্ট ফি কত টাকা বা পাসপোর্ট করতে কত টাকা লাগে।

অনেকে পাসপোর্ট করতে গিয়ে দালালের খপ্পরে পরে অধিক টাকা এবং সময় নষ্ট করে। দালালের খপ্পরে না পড়ে পাসপোর্ট করতে কত টাকা লাগে জেনে নিজে বানিয়ে নিতে পারবেন আপনার ই পাসপোর্ট।

আপনি যখন দেশের বাহিরে যাবেন তখন আপনার একটি পাসপোর্ট প্রয়োজন হবে। বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্ট চালু করা হয়েছে। পূর্বে মেশিন রিডেবল MRP পাসপোর্ট চালু ছিল।

বর্তমানে আপনি চাইলেও MRP পাসপোর্ট বানাতে পারবেন। MRP পাসপোর্টের তুলনায় ই পাসপোর্ট ফি কিছুটা বেশি। ই-পাসপোর্ট ফি কত টাকা বা পাসপোর্ট করতে কত টাকা লাগে না জানলে দালালের খপ্পরে পড়ে অধিক টাকা খোয়াতে পারেন।

পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

বাংলাদেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে ১৫% ভ্যাট সহ পাসপোর্টের ফি নিচে উল্লেখ করা হয়েছে:

মেয়াদপেইজরেগুলার ফিজরুরী ফিঅতিব জরুরী
৫ বছর৪৮ পেইজ৪০২৫ টাকা৬৩২৫ টাকা৮৬২৫ টাকা
৫ বছর৬৪ পেইজ৬৩২৫ টাকা৮৬২৫ টাকা১২০৭৫ টাকা
১০ বছর৪৮ পেইজ৫৭৫০ টাকা৮০৫০ টাকা১০৩৫০ টাকা
১০ বছর৬৪ পেইজ৮০৫০ টাকা১০৩৫০ টাকা১৩৮০০ টাকা
পাসপোর্ট করতে কত টাকা লাগে

পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে

  • রেগুলার পাসপোর্ট: ১৫ থেকে ২১ কর্ম দিবাসের মধ্যে বিতরণ যোগ্য।
  • জরুরী পাসপোর্ট: ৭ থেকে ১০ কর্ম দিবাসের মধ্যে বিতরণ যোগ্য।
  • অতিব জরুরী পাসপোর্ট: ২ কর্ম দিবাসের মধ্যে বিতরণ যোগ্য।

নোট: যারা অতিব জরুরী পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন দাখিল করতে হবে। সরকারি চাকরিজীবীদের NOC পেপার দাখিল করতে হবে।

১৮ বছরের নিচে এবং ৬৫ বছরের বেশি বয়সী আবেদনকারীরা ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে পারবেন।

পাসপোর্ট ফি : বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস হতে আবেদনের ক্ষেত্রে (সাধারণ আবেদনকারী)

বিদেশে অবস্থানরত যদি কোনো বাংলাদেশী সাধারণ নাগরিকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বা পাসপোর্ট হারিয়ে গেলে নতুন পাসপোর্ট ইস্যু করার জন্য বাংলাদেশী দূতাবাসে গিয়ে আবেদন করতে করে পাসপোর্টের ফি প্রদান করতে হবে।

৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ১০০ মার্কিন ডলার। 
  • জরুরী বিতরণ: ১৫০ মার্কিন ডলার। 

৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ১২৫ মার্কিন ডলার। 
  • জরুরী বিতরণ: ১৭৫ মার্কিন ডলার।

৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার। 
  • জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার।

৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ১৭৫ মার্কিন ডলার। 
  • জরুরী বিতরণ: ২২৫ মার্কিন ডলার।

বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস হতে আবেদনের ক্ষেত্রে (ছাত্র ও শ্রমিক)

৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৩০ মার্কিন ডলার। 
  • জরুরী বিতরণ: ৪৫ মার্কিন ডলার।

৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৫০ মার্কিন ডলার। 
  • জরুরী বিতরণ: ৭৫ মার্কিন ডলার।

৬৪পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার। 
  • জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার।

৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ১৭৫ মার্কিন ডলার। 
  • জরুরী বিতরণ: ২২৫ মার্কিন ডলার।

ই পাসপোর্ট পেমেন্ট পদ্ধতি

ই পাসপোর্টের ফি প্রদান করার জন্য নিচের উপায় গুলো থেকে যেকোনো একটি ব্যবহার করতে হবে:

অনলাইন: Visa, Master Card, American Express, Nagad, bKash, Rocket, Upay, Brack Bank, City Bank, UCB, AB Bank, DBBL, Bank Asia, Midland Bank.

অফলাইন: অনলাইন ই-চালানের মাধ্যমে দেশের সকল সরকারি বা বেসরকারি ব্যাংক থেকে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে।

শেষ কথা

আজকে আমরা জানলাম পাসপোর্ট করতে কত টাকা লাগে অথবা ই পাসপোর্ট ফি সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button