পাসপোর্ট

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করা যাবে কিনা ২০২৪

আপনারা যারা বিদেশ যেতে যাচ্ছেন বা বিমান ভ্রমণ করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করা যাবে কিনা।

আমরা যখন দেশের বাহিরে যায় তখন আমাদের পাসপোর্ট প্রয়োজন হয়। আবার দেশের বাহিরে যাওয়ার জন্য যখন বিমান টিকেট বুকিং করি তখনও পাসপোর্ট প্রয়োজন হয়।

অনেকের ধারণা পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করা যায়। কিন্ত আসলে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমান টিকেট চেক করার কোনো উপায় নেই।

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক ২০২৪ | Air ticket check by passport number

বিমানের টিকেট বুকিং করার সময় পাসপোর্ট প্রয়োজন হলেও আসলে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করা যায় না। যত গুলো বিমান রয়েছে কোনো বিমানের টিকেট আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন না।

বিমানের টিকেট চেক করার জন্য টিকেটে উল্লেখ থাকা PNR Code (6 letter) এবং আপনার Last Name or Surname দিয়ে বিমানের টিকেট চেক করতে পারবেন। এছাড়া বিমান Ticket Number এবং Last Name দিয়ে খুব সহজে বিমানের টিকেট চেক করতে পারবেন।

চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে PNR Code এবং Ticket Number দিয়ে বিমানের টিকেট চেক করবেন।

PNR Code নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য ভিজিট করুন https://www.biman-airlines.com/#manage-booking। এরপর আপনার বিমানের বুকিং করা টিকেটে উল্লেখ থাকা PNR Code (6 letter) এবং Last Name or Surname লিখে Search অপশন ক্লিক করলে বিমানের টিকেট চেক করতে পারবেন।

Ticket Number দিয়ে বিমানের টিকেট চেক

টিকেট নাম্বার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য ভিজিট করুন https://www.biman-airlines.com/#check-in. এরপর Ticket Number (13 Digit) এবং Last Name / Surname লিখে Search অপশনে ক্লিক করলে বিমানের টিকেট চেক করতে পারবেন।

আজকের আর্টিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম দেখানো হয়েছে। আপনারা এই একই নিয়ম ফলো করে বিভিন্ন বিমান কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করে Ticket Number (13 Digit) এবং Last Name / Surname দিয়ে বিমানের টিকেট চেক করতে পারবেন।

আপনারা যে বিমান কোম্পানির টিকেট বুকিং করছেন  উক্ত বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে Ticket Number (13 Digit) এবং Last Name দিয়ে বিমানের টিকেট চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ফ্লাইট স্টাটাস চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে ফ্লাইট স্টাটাস চেক করা যায় না। ফ্লাইট স্টাটাস চেক করতে PNR Code বা Ticket Number এবং Last Name দিয়ে ফ্লাইট স্টাটাস চেক করতে পারবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করা যায় কিনা। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

FAQ (প্রশ্ন উত্তর)

বিমান টিকেট বুকিং করতে কি পাসপোর্ট নাম্বার লাগে?

সাধারণত বিমান টিকেট বুকিং করার জন্য পাসপোর্ট নাম্বার লাগে না। কিন্তু বেশিরভাগ বিমান সংস্থা গুলো আন্তর্জাতিক ফ্লাইট বুকিং করার জন্য পাসপোর্ট নাম্বার লেখার অনুরোধ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button