তুরস্ক ভিসা চেক করার নিয়ম | Turkey visa check

আপনারা যারা বাংলাদেশ থেকে তুরস্ক যাওয়ার জন্য ভিসা আবেদন করছেন এবং ভিসা হাতে পেয়েছেন তাদের ভিসা আসল নাকি ভূয়া যাচাই করার জন্য তুরস্ক ভিসা চেক করার নিয়ম জানা প্রয়োজন।

কারণ বর্তমানে অনেক দালাল আপনাকে ভূয়া ভিসা দিয়ে আপনার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিবে। এই সব প্রতরকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ভিসা চেক করা প্রয়োজন।

আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে রেফারেন্স নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়ে তুরস্ক ভিসা চেক করবেন।

তুরস্ক ভিসা চেক | Turkey visa check

তুরস্ক ভিসা চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে এই লিংকে https://evisa.gov.tr/en/status/ যান। এপর ভিসায় থাকা রেফারেন্স নাম্বার লিখে সিকিউরিটি ভেরিফিকেশন কোড লিখে Continue অপশনে ক্লিক করলে ভিসা স্টেটাস চেক করতে পারবেন।

আপনি চাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে তুরস্ক ভিসা স্টেটাস চেক করতে পারবেন। এজন্য পাসপোর্ট নাম্বার, ই-মেইল নাম্বার এবং সিকিউরিটি ভেরিফিকেশন লিখে Continue অপশনে ক্লিক করলে ভিসা চেক করতে পারবেন।

তুরস্ক ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে এবং রেফারেন্স নাম্বার দিয়ে দুই ভাবে চেক করতে পারবেন। আপনি যেকোনো একটি উপায় তুরস্ক ভিসা স্টেটাস চেক করতে পারবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম তুরস্ক ভিসা চেক করার নিয়ম। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

Leave a Comment