হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন

আপনারা যারা হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছেন এবং হাঙ্গেরি ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন কিভাবে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন করবো।

হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার পরে অনলাইনে চেক করে জেনে নিতে পারবেন আপনার ওয়ার্ক পারমিট আসল নাকি ভূয়া। অনেক অসাধু দালাল এজেন্সি রয়েছে যারা আপনাকে ভূয়া হাঙ্গেরি ওয়ার্ক পারমিট দিয়ে আপনার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিবে।

তাই হাঙ্গেরি ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর অবশ্যই অনলাইনে চেক করে জেনে নিবেন আপনার ওয়ার্ক পারমিট ভিসা আসল নাকি ভূয়া।

হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন | Hungary work permit check

অনলাইনে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক করার কোনো ওয়েবসাইট এখনও তৈরি করেনি হাঙ্গেরি গভমেন্ট। তাই আপনারা যারা হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক করতে চাচ্ছেন তারা এম্বাসিতে যোগাযোগ করুন।

এম্বাসিতে যোগাযোগ করার মাধ্যমে আপনারা সহজে জানতে পারবেন আপনার হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আসল নাকি ভূয়া।

হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক করার কোনো ওয়েবসাইট না থাকলেও যে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়েছে সেই কোম্পানি সচল আছে কিনা অনলাইনে চেক করে দেখতে পারবেন।

আপনার হাঙ্গেরি ওয়ার্ক পারমিটে উল্লেখ থাকা কোম্পানি নাম, রেজিষ্ট্রেশন নাম্বার এবং ট্যাক্স নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমে কোম্পানি সচল আছে কিনা চেক করতে পারবেন।

কোম্পানি চেক করতে ভিজিট করুন nemzeticegtar.hu ওয়েবসাইট। এরপর Company Name, Company registration number এবং Company tax number লিখে Search অপশনে ক্লিক করলে কোম্পানি সকল তথ্য দেখতে পাবেন।

হাঙ্গেরি ওয়ার্ক পারমিট দেখতে কেমন

আপনারা যারা হাঙ্গেরি ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন তাদের মধ্যে অনেকে তাদের ওয়ার্ক পারমিট আসল নাকি ভূয়া যাচাই করার জন্য অন্য একটি হাঙ্গেরি ওয়ার্ক পারমিট দেখতে চাচ্ছেন।

আপনাদের সুবিধার জন্য নিচে একটি হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের ছবি দেওয়া হয়েছে। যাতে আপনারা সহজে নিজেদের ওয়ার্ক পারমিটের সাথে মিল করতে পারেন।

হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পেতে কত দিন লাগে

হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পর ওয়ার্ক পারমিট ভিসা পেতে প্রায় ৯০ দিন সময় লাগে। কিছু কিছু ক্ষেত্রে ১২০ দিন পর্যন্ত সময় লাগে। ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার ২ মাসের মধ্যে আপনি হাঙ্গেরি চলে যেতে পারবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন করার নিয়ম এবং হাঙ্গেরি ওয়ার্ক পারমিট দেখতে কেমন সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন।

5 thoughts on “হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইন”

Leave a Comment