ইন্সুরেন্স

জীবন বীমা কর্পোরেশন কি সরকারি নাকি বেসরকারি জানুন

আপনারা যারা জীবন বীমা করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন জীবন বীমা কর্পোরেশন কি সরকারি নাকি বেসরকারি।

বর্তমানে বাংলাদেশে ৮০টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩৪ টি জীবন বীমা কোম্পানি এবং বাকি ৪৬ টি নন লাইফ ইন্সুইরেন্স কোম্পানি। ৩৪ টি জীবন বীমা  কোম্পানির মধ্যে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন (সরকারি) এবং বাকি ৩৩ টি জীবন বীমা কোম্পানি ব্যাক্তিগত মালিকানাধীন।

অন্যদিকে ৪৬ টি নন লাইফ ইন্সুইরেন্স কোম্পানির মধ্যে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন (সরকারি) এবং বাকি ৪৫ টি ব্যাক্তিগত মালিকানাধীন কোম্পানি।

জীবন বীমা কর্পোরেশন সরকারি নাকি বেসরকারি সেটা জানার আগে জীবন বীমা কি সেটা জানবে হবে।

জীবন বীমা কি

জীবন বীমা হলো এমন একটি চুক্তি যা একজন বীমা গ্রহীতা এবং বীমা কোম্পানির মধ্যে সম্পাদিত হয়। এই চুক্তির মাধ্যমে বীমা কোম্পানি নিশ্চিয়তা প্রদান করে যে বীমা গ্রহীতার মৃত্যু হলে একটি নিদিষ্ট পরিমান অর্থ বীমা গ্রহীতার উত্তরাধিকারীকে প্রদান করা হবে।

কিছুকিছু ক্ষেত্রে বীমা কোম্পানির সাথে চুক্তি শর্তানুসারে বীমা গ্রহীতা যদি কখনো মারাত্মক অসুস্থ হয় তাহলে বীমা কোম্পানি থেকে বীমা গ্রহীতাকে অর্থ প্রদান করা হবে।

সাধারণত বীমা গ্রহীতাকে নিদিষ্ট বা এককালীন সময়ে বীমা কোম্পানি নিদিষ্ট পরিমান অর্থ প্রদান করে থাকে। বীমা গ্রহীতা মানুসিক প্রশান্তি অনুভব করে, কারণ তিনি জানেন তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা এই অর্থ পাবেন।

জীবন বীমা কর্পোরেশন কি সরকারি নাকি বেসরকারি জানুন

হ্যাঁ জীবন বীমা কর্পোরেশন একটি সরকারি প্রতিষ্ঠান। রাষ্ট্রায়ত্ত এই জীবন বীমা কর্পোরেশন ১৯৭৩ সালের ১৪ মে ইন্সুইরেন্স অ্যাক্ট ১৯৩৮ ও ইন্সুইরেন্স রুবল ১৯৫৮, বাংলাদেশ কর্পোরেশন অ্যাক্ট ১৯৭৩ এর অধিনে ১৫ লক্ষ ৭০ কোটি টাকা ঘাটতি দায় নিয়ে প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ সালের পূর্বে পাকিস্তানে ৭৫ টি বীমা কোম্পানি ছিল। এর বীমা কোম্পানি গুলোর মধ্যে ১০ টি বীমা কোম্পানি স্থানীয়ভাবে নিবন্ধিত। এরপর ১৯৭২ সালে রাষ্ট্রের ৯৫ নং আদেশে বাংলাদেশের সকল সাধারণ ও জীবন বীমা কোম্পানি জাতীয়করণ করে।

এই জাতীয়করণের মাধ্যমে অধিকৃত কোম্পানি গুলো বিলুপ্ত করে ৫টি কোম্পানি গঠন করে। এই ৫টি বীমা কোম্পানি হলো:

  • বাংলাদেশ জাতীয় বীমা কর্পোরেশন
  • কর্ণফুলি বীমা কর্পোরেশন
  • রূপসা জীবন বীমা কর্পোরেশন
  • তিস্তা বীমা কর্পোরেশন
  • সুরমা জীবন বীমা কর্পোরেশন

এরপর ১৯৭৩ সালে সরকারের আদেশে রূপসা জীবন বীমা কর্পোরেশন ও সুরমা জীবন বীমা কর্পোরেশনকে একত্রিত করে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়।

জীবন বীমা কর্পোরেশন পলিসি গুলো

জীবন বীমা কর্পোরেশন গ্রহকদের ১৫ ধরনের জীবন বীমা স্কিমের মাধ্যমে সেবা প্রদান করে আসছে। তাদের পলিসি গুলো নিচে উল্লেখ করা হয়েছে:

  • আমৃত্যু জীবন বীমা
  • শিশু প্রতিরক্ষা বীমা
  • পেনশন স্কিম বীমা
  • মেয়াদি গোষ্ঠী বীমা
  • দলগত পেনশন বীমা
  • গ্রামীণ বীমা
  • যুগ্ন জীবন বীমা
  • পলিসির মূল পরিশোধভিত্তিক গোষ্ঠী বীমা
  • বর্ধিষু হারে প্রিমিয়াম পরিশোধভিত্তিক বীমা
  • পরিবর্তনশীল হিসাবে পলিসির মূল্য পরিশোধভিত্তিক গোষ্ঠী বীমা
  • বন্ধক প্রতিরক্ষা বীমা
  • এক দফায় প্রিমিয়াম বীমা
  • পলিসির অনুমতি মূল্য পরিশোধভিত্তিক বীমা
  • পলিসির মূল্য পরিশোধ ভিত্তিতে বীমা
  • শিশুদের পলিসির মূল্য পরিশোধভিত্তিক বীমা

জীবন বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অর্ধীনে

জীবন বীমা কর্পোরেশন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অর্থাৎ জীবন বীমা কর্পোরেশন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অর্ধীনে।

জীবন বীমা কর্পোরেশন এর হেড অফিস

জীবন বীমা কর্পোরেশন এর প্রধান কার্যালয়: ২৪, মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা, বাংলাদেশ। ফোন: (৮৮)-৯৫৫১৪১৪, ৯৫৫৯০৪১-২.

শেষ কথা

আজকে আমরা জানলাম জীবন বীমা কর্পোরেশন কি সরকারি নাকি বেসরকারি প্রতিষ্ঠান সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন।

Related Articles

22 Comments

  1. আর্থিক সমস্যার মধ্যে আছে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন আমার খুব উপকার হত এটা আমার বিকাশ নাম্বার ০১৮৪৫৩১৬৬৪৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button