পোল্যান্ড ভিসা এজেন্সি গুলোর তালিকা ২০২৪

বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার জন্য প্রথমে আপনাকে ভিসা আবেদন করতে হবে। ভিসা আবেদন করার জন্য আপনাকে পোল্যান্ড ভিসা এজেন্সি বা বাংলাদেশে অবস্থিত পোল্যান্ড ভিসা কনস্যুলেট থেকে ভিসা আবেদন করতে হবে।

আগে বাংলাদেশ থেকে পোল্যান্ড ভিসা আবেদন করার জন্য ভারতের দিল্লিতে অবস্থিত পোল্যান্ড এম্বাসিতে গিয়ে ভিসা আবেদন করতে হতো। বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকায় পোল্যান্ড ভিসা কনস্যুলেট অফিস চালু হয়েছে।

তাই এখন থেকে পোল্যান্ড ভিসা আবেদন করার জন্য ভারতে যাওয়া লাগবে না। ঢাকায় অবস্থিত পোল্যান্ড কনস্যুলেট অফিস থেকে ভিসা আবেদন করতে পারবেন।

পোল্যান্ড ভিসা কনস্যুলেট বাংলাদেশ

আপনারা যারা বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন বাংলাদেশের কিছু বিশ্বাসী পোল্যান্ড ভিসা এজেন্সি গুরোর সম্পর্কে। যারা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে পোল্যান্ড যেতে যাচ্ছেন তাদের জন্য আমার পরামর্শ আপনারা সরকারিভাবে পোল্যান্ড যাওয়ার জন্য।

এজেন্সির মাধ্যমে পোল্যান্ড গেলে অনেক বেশি টাকা খরচ হবে এবং অনেক দালাল এজেন্সি রয়েছে। যারা আপনার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিবে।

এজন্য বাংলাদেশে অবস্থিত পোল্যান্ড ভিসা কনস্যুলেট অফিসে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসা আবেদন করুন। এক্ষেত্রে আপনার খরচ কম হবে এবং সরকারিভাবে বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে পারবেন।

বাংলাদেশে চালু হওয়া পোল্যান্ড ভিসা কনস্যুলেট অফিসে ঠিকানা হলোঃ

  • 18 kemal ataturk avenue banani, dhaka-1213 dhaka.
  • Phone number: (00-880-2) 989-35-28
  • Fax: (00-880-2) 882-22-44
  • Email: polocondhaka@gmail.com

পোল্যান্ড ভিসা এজেন্সি গুলোর তালিকা ২০২৪

বাংলাদেশ থেকে পোল্যান্ড ভিসা পাওয়ার জন্য বেশ কিছু এজেন্সি রয়েছে। এই এজেন্সি গুলো আপনার ভিসা আবেদন করা, অ্যাপয়েনমেন্ট বুক করা সহ সকল আনুষাঙ্গিক কাজে সহায়তা করবে।

নিচে বাংলাদেশ অবস্থিত পোল্যান্ড ভিসা এজেন্সি গুলোর তালিকা উল্লেখ করা হয়েছেঃ

  • OBOKASH
  • Skyways Travels
  • Sticker Visa
  • Visa Hub
  • Visa Thing

এছাড়া বাংলাদেশে আরো কিছু ভিসা এজেন্সি রয়েছে। এসব এজেন্সির মাধ্যমে যোগাযোগ করলে তারা আপনাকে ভিসা আবেদন করা সহ আনুষাঙ্গিক কাজে সহায়তা করবে।

Leave a Comment