আজকের আর্টিকেলে আমরা জানবো বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত বা ইন্ডিয়ান এম্বাসি ঢাকা ঠিকানা সমূহ।
আপনারা যারা ভিসা জটিলতা বা অন্যান্য কারণে বাংলাদেশ অবস্থিত ভারতীয় দূতাবাস ঠিকানা জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলে ইন্ডিয়ান এম্বাসি ঢাকা ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো।
ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত
ভারতের হাই কমিশন, ঢাকা, বাংলাদেশ ঠিকানা হলোঃ
- প্লট নং ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২।
- টেলিফোনঃ +880-2-55067364
- ইপিএবিএক্সঃ +880-2-55067301-308
- ফ্যাক্স নম্বরঃ +880-2-55067361
- জরুরি যোগাযোগঃ +88 01937400591
- ওয়েবসাইটঃ https://www.hcidhaka.gov.in
- ইমেইলঃ info@ivacbd.com
অফিসের সময়সূচিঃ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সহ সরকারি ছুটির দিন ব্যাতিত ভারতের হাই কমিশন খোলা থাকবে।
Indian embassy in bangladesh address
- Plot no: 1-3, park road, baridhara, dhaka 1212.
- Telephone number: 00880-2-55067647
- EPABX: 00880-2-55067301-38
- Fax number: 00880-2-55067361
- Website: https://www.hcidhaka.gov.in
শেষ কথা
আজকে আমরা জানলাম ভারতের হাই কমিশন ঢাকা বাংলাদেশ ঠিকানা বা ভারতের দূতাবাস ঢাকা কোথায় অবস্থিত সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন।