ভিসা

গ্রিস কৃষি ভিসা আবেদন ২০২৪

আপনারা যারা কৃষি ভিসায় গ্রিস যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন গ্রিস কৃষি ভিসা আবেদন করার নিয়ম, খরচ কত টাকা, গ্রীস কৃষি ভিসা বেতন কত এবং কি কি কাগজপত্র ও যোগ্যতা লাগে।

গ্রিস ইউরোপ মহাদেশের একটি অর্থনৈতিক উন্নত দেশ। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় গ্রিসে কৃষি কাজ একটি গুরুত্বপূর্ণ সেক্টর। প্রত্যেক বছর গ্রিস কৃষি ভিসায় অসংখ্য কর্মী নিয়োগ দেয়।

আপনারা যারা গ্রিস কৃষি ভিসায় যেতে যাচ্ছেন তারা নিজে নিজে গ্রিস কৃষি ভিসা আবেদন করতে পারবেন। আবার সরকারিভাবে গ্রিস কৃষি ভিসায় যেতে পারবেন।

কৃষি কাজের কথা শুনে অনেকে মনে করতে পারেন কৃষি কাজ মানে বাংলাদেশের মতো লাঙ্গল কোদাল নিয়ে মাঠে কাজ করতে হবে। আসলে বিষয়টা তেমন না।

উন্নত দেশ গুলোতে কৃষি কাজ মানে শুধু মাঠে নয় বরং ফ্যাক্টরি এবং মাঠে উভয় জায়গায় কাজ করতে হবে। এই কাজ গুলো হলো:

  • শষ্য আবাদ করা।
  • ক্ষেত থেকে শষ্য ফ্যাক্টরিতে পরিবহনের কাজ।
  • ফল বা সবজি পাড়ার কাজ।
  • ফল বা সবজি প্যাকেটিং করার কাজ।
  • ফ্যাক্টরি পরিবহন ড্রাইভার।

গ্রিস কৃষি ভিসায় যেতে কত টাকা লাগে

আপনি যদি নিজে নিজে অনলাইনে গ্রিস কৃষি ভিসার আবেদন করেন তাহলে সর্বোচ্চ ২ লক্ষ টাকা খরচ হবে। আর যদি কোনো এজেন্সি বা দালাল চক্রের সাথে যোগাযোগ করেন তাহলে ৯ থেকে ১০ লক্ষ টাকা খরচ হবে।

আবার গ্রিসে আপনার যদি কোনো পরিচিত আত্মীয়-স্বজন থাকে এবং তিনি যদি ভিসা দেয় সেক্ষেত্রে ৩ থেকে ৪ লক্ষ টাকার মতো খরচ হবে। সরকারিভাবে গ্রিস যেতে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে।

আপনারা সব সময় চেষ্টা করবেন সরকারিভাবে অথবা নিজে নিজে অনলাইনে ভিসা আবেদন করার জন্য। তাহলে অনেক কম খরচ গ্রিসে কৃষি ভিসায় যেতে পারবেন।

গ্রিস কৃষি ভিসা আবেদন ২০২৪

আপনি নিজে নিজে অনলাইনে ঘরে বসে গ্রিস কৃষি ভিসা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে গ্রীসের কৃষি জব পোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

গ্রীসের বিভিন্ন এগ্রিকালচার কোম্পানির ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট গুলোতে প্রবেশ করে খুব সহজে গ্রিস কৃষি ভিসা আবেদন করতে পারবেন।

আমি নিচে গ্রীসের কৃষি ভিসায় আবেদন করার জব পোর্টাল সাইটের লিংক দিয়েছি।

  • https://www.indeed.com
  • https://manpowergreece.gr
  • https://flagma.com

গ্রিস কৃষি ভিসার প্রয়োজনীয় কাগজপত্র

  • বৈধ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে)।
  • সদ্য তোলা দুইকপি ছবি।
  • জাতীয় পরিচয়পত্র।
  • জন্ম নিবন্ধন (ইংলিশ ট্রান্সলেট) সত্যায়িত।
  • জব অফার লেটার। 
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট।
  • করোনা টিকা কার্ড।
  • ইউরোপ ফরমেট ভিসি এবং কভার লেটার

ইউরোপ ফরমেটে সিভি তৈরি করতে ভিজিট করুন – https://europa.eu/europass/en

গ্রীস কৃষি ভিসা বেতন কত

গ্রীস কৃষি ভিসা বেতন নির্ভর করবে আপনার কোম্পানি এবং অভিজ্ঞতার উপর। আপনার কৃষি কাজের অভিজ্ঞতা এবং কোম্পানি ভালো হলে মাসিক বেতন প্রায় ১৫০০ থেকে ২০০০ ইউরো পর্যন্ত ধরা হবে। যা বাংলাদেশী টাকায় প্রায় ১৭৮,৪৩০ টাকার বেশি।

কৃষি ভিসায় আবেদন করার আগে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে সহজে ভিসা পাবেন এবং ভালো পরিমানে বেতন পাবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম গ্রিস কৃষি ভিসা আবেদন করার নিয়ম, বেতন কত, যেতে কত টাকা লাগে এবং কি কি কাগজপত্র লাগে। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button