প্রবাসি সেবা

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৪

আজকের আর্টিকেলে আমরা জানবো ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা বা ইউরোপ মহাদেশের  নন সেনজেন ভুক্ত দেশ কয়টি রয়েছে।

বিশ্বে ৭টি মহাদেশের মধ্যে তৃতীয় স্থানে থাকা ইউরোপ মহাদেশ সবচেয়ে জনপ্রিয়। ইউরোপে মোট ৫০টি দেশ নিয়ে ইউরোপ মহাদেশ গঠিত। এই ৫০টি দেশের মধ্যে ২৭টি দেশ সেনজেন চুক্তিতে স্বাক্ষর করে একই ভিসা নীতি অবলম্বন করছে।

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের ভিসা নিয়ে আপনি সেনজেন ভুক্ত সকল দেশে ভ্রমণ করতে পারবেন। কিন্ত, আপনি নন সেনজেন ভুক্ত দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য অবশ্যই ভিসার প্রয়োজন হবে।

আমাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন ইউরোপের নন সেনজেন ভুক্ত কয়টি এবং দেশ গুলো তালিকা সম্পর্কে। নিচে নন সেনজেন ভুক্ত দেশ গুলোর তালিকা উল্লেখ করা হয়েছে।

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৪

ইউরোপ মহাদেশের ৫০টি দেশ গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সেনজেন ভুক্ত দেশ এবং অপরটি হলো নন সেনজেন ভুক্ত দেশ। নিচে নন সেনজেন ভুক্ত দেশ গুলোর নাম উল্লেখ করা হয়েছে।

  • বুলগেরিয়া
  • রোমানিয়া
  • সার্বিয়া
  • আলবেনিয়া
  • সাইপ্রাস
  • বসনিয়া
  • আয়ারল্যান্ড
  • মালদোভা
  • আজারবাইন
  • ইউক্রেন
  • বেলারুশ
  • মেসিডোনিয়া
  • আর্মেনিয়া
  • মন্টেগ্রো
  • হারজেগোভিনা
  • এস্তোনিয়া
  • কাজাখস্তান
  • লিশটেনস্টাইন
  • রাশিয়া
  • স্লোভেকিয়া
  • সার মারিনো
  • পর্তুগাল
  • যুক্তরাজ্য
  • জর্জিয়া
  • তুরস্ক

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশ কতটি

ইউরোপ মহাদেশে মোট ৫০টি দেশ রয়েছে। এর মধ্যে ২৭টি দেশ সেনজেন ভুক্ত এবং বাকি ২৩টি দেশ নন সেনজেন ভুক্ত।

শেষ কথা

আজকে আমরা জানলাম ইউরোপের নন সেনজেন দেশের তালিকা বা নাম গুলো। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button