প্রবাসি সেবা

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের দূরত্ব কত এবং যেতে কত সময় লাগে

আপনারা যারা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের দূরত্ব কত এবং বিমানে যেতে কত সময় লাগে।

নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। অনেকে মনে করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পাশাপাশি একটি দেশ কিন্তু এটা অস্ট্রেলিয়া থেকে ২০০০ কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত।

বর্তমান বিশ্বের অর্থনৈতিক উন্নত দেশ গুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম একটি। অর্থনৈতিক উন্নত দেশ হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য মানুষ নিউজিল্যান্ড আসতে চাই।

বাংলাদেশ থেকে যারা নতুন নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে যাচ্ছেন বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড কত কিলোমিটার, বিমান ভাড়া কত টাকা এবং বিমানে যেতে কত সময় লাগে।

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের দূরত্ব কত | Distance from bangladesh to new zealand

গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের দূরত্ব 11,264 (KM) কিলোমিটার। যদি মাইল হিসাবে জানতে চান তাহলে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড 6,999 মাইল এবং নটিক্যাল মাইল হিসাবে 6,082 নটিক্যাল মাইল।

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড বিমান ভাড়া কত

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যাওয়ার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির বিমান রয়েছে। একেক কোম্পানি বিমান ভাড়া একেক রকম হয়ে থাকে। নিচে  বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে যাতায়াত করে কয়েকটি বিমান সংস্থার ভাড়া উল্লেখ করা হয়েছে।

  • China Eastern Airlines 59,046 Tk
  • China Southern Airlines 83,180 Tk
  • Cathay Pacific Airlines 88,774 Tk
  • Malaysia Airlines 92,895 Tk
  • Singapore Airlines 99,361 Tk
  • Biman Bangladesh Airlines 119,529 Tk

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যেতে কত সময় লাগে

ওয়ান স্টাফ ফ্লাইটে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড বিমানে যেতে ১৬ ঘন্টা ৫ মিনিট সময় লাগে। ওয়ান স্টাফ ফ্লাইটে আপনাকে একটি বিমান বন্দরে যাত্রা বিরতি করতে হবে।

শেষ কথা

আজকে আমরা জানলাম বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের দূরত্ব কত কিলোমিটার, বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড বিমান ভাড়া কত টাকা এবং বিমানে যেতে কত সময় লাগে। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন।

FAQ (প্রশ্ন উত্তর)

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড কত কিলোমিটার?

গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড ১১,২৬৪ কিলোমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button