পাসপোর্ট

বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪

আজকে আমরা জানবো বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে। আপনার যদি জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সদন থাকে তাহলে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা ডিজিটাল জন্ম নিবন্ধন সদন ব্যবহার করে অনলাইনে বাংলাদেশে পাসপোর্ট আবেদন করতে পারবেন।

আমাদের মধ্যে অনেকের পাসপোর্ট আবেদন করতে কি কি লাগে এই সম্পর্কে পরিস্কার ধারণা না থাকার কারণে পাসপোর্ট অফিসে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই পাসপোর্ট আবেদন করতে কি কি কাগজপত্র লাগে নিচে উল্লেখ করা হয়েছে।

নোটঃ মনে রাখবেন বর্তমানে MRP পাসপোর্ট করতে পারবেন না। নতুন যারা পাসপোর্ট করছেন তাদের ই পাসপোর্ট দেওয়া হচ্ছে।

বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪

প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট করতে জাতীয় পরিচয়পত্র এবং অপ্রাপ্তবয়স্ক (২০ বছরের নিচে) পাসপোর্ট আবেদন করার জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট আবেদন করতে পারবেন।

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে NOC বা GO প্রয়োজন হবে। এর সাথে চেয়ারম্যানের সার্টিফিকেট বা নাগরিক সনদ এবং পেশাজীবী প্রমাণপত্র প্রয়োজন হবে।

পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে যে থানার অধিনে হারিয়েছে বা চুরি হয়েছে উক্ত থানায় একটি জিডি (GD) করে জিডির কপি নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।

E passport required documents 2024

  • পাসপোর্ট আবেদন পত্রের অনলাইন কপি
  • জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সদন
  • আবেদন সামারি
  • চেয়ারম্যান সার্টিফিকেট / নাগরিক সনদ
  • পাসপোর্ট ফি পরিশোধের চালান রশিদ
  • পেশা প্রমাণের ডকুমেন্টস (সরকারি চাকরিজীবীদের জন্য)

বাংলাদেশ ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে  ২০২৪

পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা ২৩ অক্টোবর ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ই পাসপোর্ট আবেদন করতে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID Card) বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (Birth Certificate) লাগে।

নিচে বাংলাদেশ ই পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী উল্লেখ করা হয়েছে:

অপ্রাপ্তবয়স্ক বা যাদের বয়স ২০ বছরের নিচে অর্থাৎ যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তারা পাসপোর্ট আবেদন করার জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট আবেদন করার জন্য এক্সট্রা কাগজপত্র হিসাবে NOC বা GO পেপার দাখিল করতে হবে।

প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট করতে কি কি লাগে

  • পাসপোর্ট আবেদন ফরম
  • পাসপোর্টের আবেদনের সামারি
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • নাগরিক সনদ
  • পেশায় ছাত্র ছাত্রী হলে স্টুডেন্ট আইডি কার্ড
  • পাসপোর্ট ফি পরিশোধের রশিদ
  • সম্প্রতি তোলা 3R Size ছবি

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে সাধারণ জনগণের থেকে একটি ডকুমেন্ট বেশি লাগে। সেটা হচ্ছে NOC (No Objective Certificate) বা GO (Government Order)। এই অতিরিক্ত ডকুমেন্ট ছাড়া বাকি সকল কাগজপত্র একজন সাধারণ নাগরিকের যা প্রয়োজন তাই এখানে প্রযোজ্য হবে।

NOC: সরকারি চাকরিজীবী কর্মকর্তা বা কর্মচারীরা ব্যাক্তিগত কাজে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট আবেদন করলে তার অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র সনদ No Objection Certificate পেপার দাখিল করতে হবে।

GO: সরকারি কাজে বিদেশ যাওয়ার জন্য সরকারি আদেশ (Government Order) পাসপোর্ট করার সময় দাখিল করতে হবে।

শিশুদের পাসপোর্ট করতে কি কি লাগে

শিশুদের পাসপোর্ট আবেদন করতে অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগে। সাথে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক যুক্ত করতে হবে।

  • পাসপোর্ট আবেদন ফরম
  • পাসপোর্টের আবেদনের সামারি
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  • পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • পাসপোর্ট ফি পরিশোধের রশিদ
  • ল্যাপ প্রিন্ট 3R Size ছবি গ্রে ব্যাকগ্রউন্ড

প্রি পুলিশ ভেরিফিকেশন

মনে রাখবেন প্রি পুলিশ ভেরিফিকেশন সবার জন্য প্রযোজ্য নয়। যারা জরুরি পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের আগে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আবেদন করতে হয়।

শেষ কথা

আজকে আমরা জানলাম বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

FAQ (প্রশ্ন উত্তর)

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায়?

অপ্রাপ্তবয়স্ক যাদের বয়স ২০ বছরের কম যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তারা অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে পারবেন। সাথে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক জমা দিতে হবে।

চুরি বা হারানো পাসপোর্ট রি ইস্যু করতে কি কি লাগে?

চুরি হওয়া বা হারানো পাসপোর্ট রি ইস্যু করতে নতুন পাসপোর্টের মতো আবেদন করতে হবে। অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে পাসপোর্ট চুরি বা হারানোর জিডির কপি যুক্ত করতে হবে।

নতুন পাসপোর্ট করতে কি কি লাগে?

নতুন পাসপোর্ট করতে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button