আজকের আর্টিকেলে আমরা জানবো সেনজেন কি এবং শেংগেন অঞ্চল বা সেনজেন দেশের সুবিধা কি সহ আরো বিভিন্ন তথ্য সেই সম্পর্কে।
সেনজেন বলতে ইউরোপ মহাদেশের ২৭ টি দেশ বা অঞ্চলকে বুঝানো হয়েছে। সেনজেন দেশ গুলোর অভ্যন্তরে দেশগুলোর মধ্যকার পারস্পরিক সীমান্ত গুলোতে সব ধরনের পাসপোর্ট ও অন্যান্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
সেনজেন ভুক্ত দেশ গুলো স্বাধীনতা, নিরাপত্তা, বিচার নীতি ও আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে একটি সাধারণ ভিসা নীতি মেনে চলে। বর্তমানে ইউরোপের ২৭টি দেশ সেনজেন অন্তভূক্ত রয়েছে।
১৯৮৫ সালের সেনজেন চুক্তি এবং ১৯৯০ সালের সেনজেন ঐকমত্য অনুযায়ী সেনজেন অঞ্চলের নামকরণ করা হয়। উভয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো লুক্সেমবার্গের শেংগেন শহরে বলে এই নামকরণ করা হয়।
ইউরোপ মহাদেশে সেনজেন ভুক্ত যে ২৭টি রয়েছে তারা নিজস্ব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাদের পৃথক পৃথক ভাষা, মুদ্রা ও রাজধানী রয়েছে। কিন্তু এই সেনজেন ভুক্ত দেশ গুলো ভিসা পলিসির ক্ষেত্রে তারা অভিন্ন নীতি অবলম্বন করে থাকে। যাকে আমরা সেনজেন বলি।
সেনজেন দেশের সুবিধা কি
সেনজেন ভুক্ত দেশ গুলোর সুবিধা গুলো নিচে উল্লেখ করা হয়েছে।
- সেনজেন ভুক্ত যেকোনো দেশের নাগরিকগণ কোনো ধরনের চেকিং ছাড়াই সেনজেন ভুক্ত একটি দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন।
- সেনজেন ভিসা নিয়ে ৯০ দিন পর্যন্ত সেনজেন ভুক্ত দেশ গুলোতে অবস্থান করতে পারবেন।
- একই ভিসা নিয়ে বারবার সেনজেন ভুক্ত দেশ গুলোতে প্রবেশ করতে পারবেন।
- যোকোনো অপরাধের ব্যবস্থাপনার জন্য দেশ গুলোর বিচার বিভাগ এবং পুলিশ একসাথে কাজ করে।
- সেনজেন ইনফরমেশন সিস্টেম নামে একটি ডাটাবেইজ রয়েছে, এর মাধ্যমে পণ্য, নিদিষ্ট ব্যাক্তি, অপরাধী ইত্যাদি সম্পর্কে তথ্য ভাগ করে নেয়।
সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ কোনটি ২০২৪
সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ ক্রোয়েশিয়া। ২০২৩ সালের ১লা জানুয়ারি ক্রোয়েশিয়া সেনজেন চুক্তিতে স্বাক্ষর করেছে। বর্তমানে সেনজেন ভুক্ত দেশের সংখ্যা ২৭টি।
সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৪
বর্তমানে সেনজেন ভুক্ত ২৭টি দেশ রয়েছে। নিচে দেশ গুলোর তালিকা উল্লেখ করা হয়েছে।
- অস্টিয়া
- পর্তুগাল
- জার্মানি
- চেক রিপাব্লিক
- পোল্যান্ড
- ইতালি
- লুক্সেমবার্গ
- এস্তোনিয়া
- লাটভিয়া
- স্পেন
- লিথুনিয়া
- ফিনল্যান্ড
- আইসল্যান্ড
- স্লোভাকিয়া
- ডেনমার্ক
- হাঙ্গেরি
- মাল্টা
- সুইজারল্যান্ড
- বেলজিয়াম
- ফ্রান্স
- লিচেনস্টাইন
- গ্রীস
- নরওয়ে
- সুইডেন
- নেদারল্যান্ডস
- ক্রোয়েশিয়া
শেষ কথা
আজকে আমরা জানলাম সেনজেন দেশের সুবিধা কি এবং সেনজেনভুক্ত দেশের তালিকা সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন।